শুক্রবার (১৬ মে’২৫) বিকাল ৪ ঘটিকায় চাঁদমারী এম. সি অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের মডেল থানা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আব্দুল কুদ্দুস খলিফার সভাপতিত্বে ও কাউনিয়া থানা সভাপতি মাওলানা মুহাম্মাদ রায়হান মাহমুদের সঞ্চালনায় সিটি ওয়ার্ড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতহ হয়।
উক্ত সিটি ওয়ার্ড প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
আলোচক প্যানেলে আরো ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ আল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুফতি রেজাউল করীম।