১৯ জুলাই শনিবার বিকাল ৩টায় পটুয়াখালী বড় চৌরাস্তা চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী হাসান রুহানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমির সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অথিতি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হাতপাখার সমসদ সদস্য প্রার্থী মুফতি আবু বকর সিদ্দীক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, পটুয়াখালী – ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মুহাম্মাদ সেলিম মিয়া, সেক্রেটারী মাস্টার মোঃ আব্দুল হাকিম প্রমুখ।