বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, অর্থ সম্পাদক কেএম শামিম আহমেদ, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী হাফিজুল হক ফাইয়াজ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার, উপ-সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর প্রমুখ।