ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, দ্রুত নির্বাচন নয়, সরকারের সকল সেক্টরে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় দেশের জনগণ। যেই ফ্যাসিবাদ দূরিকরণে জনগণ বিপ্লবের পথ বেছে নিয়েছিল, সেই ফ্যাসিবাদ অবশিষ্ট রেখে নির্বাচন নয়।
এবং দেশে যেন নতুন কোনো ফ্যাসিজম বা দূর্নীতিবাজ সরকার ব্যাবস্থা ফিরে না আসে সে জন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরো বলেন, যারা দ্রুত নির্বাচন চায় তাদের বর্তমান ভূমিকায় জনগণ হতাশ। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলাদলি করে খুনের রাজত্ব ফিরিয়ে আনতে তারা মরিয়া হয়ে উঠেছে। সুতরাং দেশের সচেতন মানুষ তাদেরকে আর ক্ষমতায় আনতে চায় না।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে অগ্রাধিকার দিয়ে দেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক জনতাকে ঐবদ্ধ থাকতে হবে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, অর্থ সম্পাদক কেএম শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমুখ।
(সংবাদ বিজ্ঞপ্তি)