ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ফরিদপুর বিভাগের আওতাধীন জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর’২৩) সকালে মাদারীপুর জেলার মাতৃভূমি হোটেলে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মারুফ শেখ, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা হযরত আলী।
সভায় সংগঠনের শাখাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মসূচি বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।