জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহিদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ ঈশ্বরগঞ্জ চরনিখলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল_আমিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী [ এল এল বি ]
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব হাদিউল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর,মাওলানা আলমগীর কবিরের হুজাইফা, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা দক্ষিণ।
মুফতী হাবিবুল্লাহ সাহেব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী। হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী।জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমী।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি জহির মাহমুদ আফেন্দী।
বক্তারা বলেন, এই দেশের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, গণহত্যার বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
(সংবাদ বিজ্ঞপ্তি)