গতকাল ৬ জানুয়ারি ২০২১, রাত ১১টায় রেলস্টেশনে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মাদ বরকতুল্লাহ লতিফ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলনের এ কর্মসূচী অবশ্যই প্রশংসার দাবী রাখে। এভাবেই ইসলামী যুব আন্দোলন একদিন সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে মানুষের দুঃখ দূর করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে।
প্রধান অতিথি তাঁর অনুভুতি ব্যক্ত করে বলেন, গভীর রাতে রেলস্টেশনে পাতলা কাপড়ে শরীর ঢেকে গুটিসুটি মেরে শুয়ে থাকা মানুষের গা কম্বলে মুড়ে দিয়ে বুঝলাম, চাহিদার তুলনায় আমাদের শীতসামগ্রী অনেক কম। তবুও আমরা সীমিত সামর্থ্য নিয়ে চেষ্টা করছি, সরকারের কি সেই উদ্যোগটুকুও আছে? আসুন, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই!