ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের সানী দীর্ঘদিন যাবৎ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (৪ অক্টোবর ২০২৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রিয় সহযোদ্ধার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
দীনি আন্দোলনের অগ্রসরমান সৈনিক প্রিয় সহযোদ্ধার ইন্তেকালে আমরা শোকাহত। মরহুমের ইন্তেকালে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।
রব্বে কা’বার নিকট ফরিয়াদ, তিনি যেন ভাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের আ’লা মাকাম দান করেন।