ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, ইসলামপন্থীরা এদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। দেশের সকল সংকটে তাঁরা এগিয়ে এসেছেন। এদেশের হক্কানী ওলামায়ে কেরাম দেশ গঠনে অংশ নিয়েছেন, তাঁরা কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করেননি, দেশের সম্পদ বিদেশে পাঁচার করেননি। সুতরাং আগামীর বাংলাদেশে জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে।
তিনি আরো বলেন, আগামীতে এদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনবে না, তারা দেশের সংস্কারকামী ও নীতিবান দলকে ক্ষমতায় আনবে। জনগণ বারবার ভুল করতে চায় না, এবার তারা এদেশের আদর্শিক গতিপথ স্থির করতে চায়।
সুতরাং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে, আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বে আসবে।
আজ বুধবার (১৪ই মে) সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরো বলেন, সরকারের সকল সেক্টরে প্রয়োজনীয় ও কাঙ্খিত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। যেই ফ্যাসিবাদ ও দুর্নীতি দূরিকরণে জনগণ বিপ্লবের পথ বেছে নিয়েছিল, সেই ফ্যাসিবাদ অবশিষ্ট রেখে নির্বাচন নয়।
তিনি আরো বলেন, কোনো বিভাজন নয়, জুলাই বিপ্লবের চেতনাকে অগ্রাধিকার দিয়ে দেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, অর্থ সম্পাদক কেএম শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী মোস্তাফিজুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার প্রমুখ।।