আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ৮ মে’২৫ বৃহস্পতিবার দিবাগত রাতে যমুনার সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, নগর উত্তর সভাপতি হাম্মাদ বিন মোশাররফ, আহমাদুল্লাহ আব্বাসসহ নেতৃবৃন্দ।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাহবুব নাহিয়ানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
৯ মে বাদ জুমা যমুনার সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।