গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি বাধা ও মানবিক সহায়তাকারীদের আটকের তীব্র নিন্দা
ফিলিস্তিনের অবরুদ্ধ জনগণের জন্য ওষুধ, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কে আন্তর্জাতিক সমুদ্রপথে ইসরাইলি বাহিনী অমানবিকভাবে বাধা প্রদান করেছে এবং মানবিক সহায়তাকারীদের অন্যায়ভাবে আটক করেছে। এ ঘটনা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এই বর্বরোচিত কর্মকাণ্ডের প্রতি গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত খুলনা বিভাগীয় বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন,“গাজার নিরীহ নারী, শিশু ও অসহায় জনগণ দীর্ঘ দুই বছর যাবত ইসরাইলি দমন-পীড়ন ও অবরোধের শিকার। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানবিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা সহায়তা নিয়ে এগিয়ে এলেও, ইসরাইলি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী আক্রমণ পুরো মানবজাতির জন্য হুমকিস্বরূপ। আমরা অবিলম্বে আটককৃত সহায়তাকারীদের মুক্তি এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপদে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা দাবি করছি।”
তিনি আরও বলেন,“ইসরাইলের এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মুসলিম বিশ্বসহ সমগ্র মানবজাতিকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়াতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ ও কার্যকর পদক্ষেপই ইসরাইলি আগ্রাসন রুখে দিতে সক্ষম হবে। ইসলামী যুব আন্দোলন অতীতের ন্যায় ভবিষ্যতেও ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ হাসিব গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন এবং কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।
– সংবাদ বিজ্ঞপ্তি







