শুক্রবার (২০ জুন’২৫) বাদ জুমা পুরানা পল্টস্থ মারকাজ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।