অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণের চূড়ান্ত রূপ।
আজ ১৮ মে মঙ্গলবার ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, একজন সিনিয়র সাংবাদিককে পাঁচ-ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও সুস্পষ্ট কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করে কারাগারে প্রেরণের মাধ্যমে সরকার গণমাধ্যমে ন্যূনতম স্বাধীনতা কেড়ে নিয়েছ।
১৯২৩ সালের আইনে সাংবাদিককে গ্রেফতারের মাধ্যমে এই সরকার উপনিবেশিক আমলের আইন প্রয়োগ করে দেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছে।
বিবৃতিতে তারা আরো বলেন, আজকে গণমাধ্যমকর্মীরা সাহসিকতার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জন করেছে, এভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলাম-সহ গণমাধ্যম কর্মীদের নামে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।