ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
৫ মে রাতে এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গাজীপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।
দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির ষড়যন্ত্রের কারণে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।
নেতৃদ্বয় বলেন, কাদের ইন্ধনে এই হামলা হয়েছে, সরকারকে অবিলম্বে তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নচেৎ বাংলাদেশের পক্ষের শক্তি নিরুৎসাহিত হবে এবং দেশবিরোধী অপশক্তি আস্কারা পাবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, ফ্যাসিবাদের বিচারকে বিলম্বিত করা চলবে না। এবং যৌক্তিক সংস্কারের মধ্যদিয়ে একটি সুন্দর দেশ গঠনে সরকারকে আন্তরিক হতে হবে।
সুতরাং সরকারের পদক্ষেপে বিপ্লবের স্পিরিট প্রতিফলিত না হলে প্রয়োজনে জনগণ আরেকটি বিপ্লব করবে, তবুও দেশদ্রোহীদেরকে ছাড় দেয়া হবে না।