ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গতকাল বাংলাদেশে আসার প্রতিবাদে আজ সোমবার দুপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর পক্ষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু বকর সিদ্দীক গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। এতে নেতৃদ্বয় ম্যাক্রোঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশে মদদদাতা আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা না চাওয়া এবং তার বাংলাদেশে আগমনে নিন্দা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০২০ সালে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান নবিজীর বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রদর্শন করলে মুসলিম বিশ্ব তীব্র প্রতিবাদ জানায়। কিন্তু ম্যাক্রোঁ এটাকে তার দেশের মত প্রকাশের স্বাধীনতা আখ্যা দিয়ে ন্যাক্কারজনক ভাবে বিতর্কিত ব্যঙ্গচিত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মুসলিম বিশ্ব তার এহেন আচরণে লজ্জিত ও হতবাক হয়েছিল। কিন্তু ম্যাক্রোঁ বিশ্বের দেড়শত কোটি ঈমানদারের আবেগের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিলেন।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, আওয়ামী সরকার তখন বাংলাদেশের মুসলমানদের দাবির মুখেও নবীজীর অবমাননার বিরুদ্ধে ফ্রান্সকে কোনো প্রতিবাদ জানায়নি। সরকারের শেষ সময়ে এসে ম্যাক্রোঁর মত একজন ইসলাম বিদ্বেষী প্রেসিডেন্টকে বাংলাদেশে এনে গতি টেকানোর যে হীন চেষ্টা চালাচ্ছে তা কাজে দেবে না। আওয়ামীলীগ সরকার এর মাধ্যমে ইসলাম বিরোধী শক্তির পক্ষে তার অবস্থান পরিস্কার করেছে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফিকান্ডে জাতি লজ্জিত হয়েছে। সেলফির দোহাই দিয়ে ক্ষমতায় টেকা যাবে না, এদেশের সরকার এদেশের জনগণই নির্ধারন করবে। নেতৃদ্বয় সরকারকে গনদাবী মেনে যথা সময়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে খামখেয়ালি করার পরিণতি ভয়াবহ হতে পারে। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচনী সংস্কৃতি ফিরিয়ে আনুন।
– প্রেস বিজ্ঞপ্তি