শুক্রবার (২০ জুন’২৫) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
উল্লেখ্য, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২৮ জুন ২০২৫ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে।